প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানের নাম :
বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া।

লক্ষ্য ও উদ্দেশ্যে :
অন্ধকার দুর করে মানব জীবনকে আলোকিত করে শিক্ষা। সেই আলোতে উদ্ভাসিত হয় ব্যক্তি, সমাজ, রাষ্ট্র। আমাদের চারপাশে যা কিছু আছে তা সুন্দর কল্যাণ কর। শিক্ষার মাধ্যমে ব্যক্তির সৃজনশীলতা ও চেতনাকে সমৃদ্ধ করাই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রকৃত মানুষ তৈরী করা বা দেশ ও জাতীর জন্য কল্যাণ তাই প্রতিষ্ঠানের উদ্দেশ্য।

প্রতিষ্ঠানের ইতিহাস, সন ও প্রতিষ্ঠাতা মন্ডলী :
মরহুম হেকমত উল্লাহ শেখ, প্রায় শত বছর পূর্বে ঠনঠনিয়া মৌজার বিশিষ্ট সমাজ সেবক আর্ত মানতার সেবায় নিনকে উৎসর্গ করার জন্য পীড়িত ও দুঃস্থ মানবতা কল্যাণে বগুড়া মিউনিসিপ্যালিটি মেডিক্যাল স্কুল স্থাপন করেন। যাহা দি বগুড়া কো-অপারেটি মেডিক্যাল সোসাইটি লিমিডেট কর্তৃক নিবন্ধিত ও পরিচালিত । তৎকালীন সরকারের নির্দেশ মোতাবেক State Medical Facility বন্ধ করে দেওয়াই বগুড়া মেডিক্যাল কো-অপারেটি সোসাইটি ২.৮৬ শতাংশ জমি বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যায়ের নামে দান করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ডেপুটি কমিশনার এম, আর চৌধুরী, পৌর ভাইস চেয়ারম্যান এ্যাড মজিদ উদ্দীন, সিভিল সার্জন ডাঃ আব্দুল মজিদ, এ্যাড করমত আলী, রইচ উদ্দিন মুক্তার, ডাঃ আব্দুল করিম, ডাঃ তোজাম্মেল হোসেন, ডাঃ ইয়াছিন আলী, প্রধান শিক্ষক জিলা স্কুল, পৌর স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলা শিক্ষা অফিসারদের উদ্যোগে নারী শিক্ষা প্রসারে ০১/০১/১৯৬৫ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়ের জমির পরিমাণ ১.৩৫ শতাংশ দাগ নং- ১৪৩১, খতিয়ান নং- ৩০৪, এম, আর : ৪০৯, জে, এল নং- ১১৮, মৌজা : ঠনঠনিয়া, জেলা : বগুড়া।

প্রতিষ্ঠানের পরিচিতি :
বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ঠনঠনিয়া মৌজায় ১২নং ওয়ার্ডে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগ এর পশ্চিমে শেরপুর রোড সংলগ্ন সাতমাথা হইতে ২ কিঃমিঃ দক্ষিণে সু-প্রাচীর ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত। প্রধান শিক্ষকের কক্ষ ১টি, সহঃ প্রধান শিক্ষকের কক্ষ ১টি, অফিস কক্ষ ১টি, বিশ্রামাগার ১টি, লাইব্রেরী ১টি, কম্পিউটার কক্ষ ১টি, বিজ্ঞানাগার ১টি, শ্রেণীকক্ষ ১৩টি, হলরুম ১টি, ২টি টিউবয়েল, ১টি সাব-মারছিবল, ৬টি টয়লেট সহ বৃহৎ একটি খেলা মাঠ আছে।